টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে স্বাধীনতা পদক প্রাপ্ত মৃত্যুঞ্জয়ী ভাওয়াল রত্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাষ্টার ৭৩ তম জন্মদিন উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মিলগেট নুরে মদিনা মাদ্রাসা ও এতিমখানায় এই মাহাফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম তুষার, স্বপন মৃধা, ৪৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজনসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
মিলাদ শেষে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও তবারক বিতরন করা হয়।