স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদপ্রার্থী মো: মামুনুর রশিদ মোল্লা বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সনঞ্জিত কুমার মল্লিক বাবুর পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলমানদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল আযহা। তাই সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে।
তিনি আরও বলেন, যদিও করোনাভাইরাসের কারণে পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ব্যাপক ভাবে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। তবুও আমরা যে যেখানেই থাকি না কেন; ঘনিষ্ঠজন, নিকটজন সহ সবাই নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেব।
এছাড়া অদৃশ্য আততায়ী করোনার কবল থেকে মানুষকে রক্ষা করতে আমরা সবাই মহান সৃষ্টিকর্তা নিকট প্রার্থনা করি। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল আযহায় আমি এই কামনা করি, আমিন।