গাজীপুর প্রতিনিধি ঃ
গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) সিহাব মিয়া (১৬) নামের এক কিশোর অপরাধী মৃত্যু হয়েছে
শনিবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্র(বালক) গাজীপুরে এই ঘটনা ঘটে।
মৃত সিহাব মিয়া ব্রাম্মনবাড়িয়া জেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। সে চলতি বছর পাঁচ মে থেকে ব্রাম্মনবাড়িয়া জেলার একটি চুরির মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের নিচতলার সেফ হোমে ছিল।
শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মোঃ হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় নিচ তলার সেফ হোমে মারামারি ঘটনা ঘটে। এসময় ভিতরের কয়েদিরা দৌড়ে এসে কিশোর সিহাবকে অজ্ঞান অবস্থা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ বলেন, তদন্ত চলমান আছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।