টঙ্গীতে যুবককে কুপিয়ে জখম
বি এ রায়হান,গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে পূর্ব সত্রুতাতার জের ধরে সুজন নামে এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে টঙ্গীর বেক্সিমকো রোড এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, মারামারির খবর পেয়ে আউচ পাড়া বেক্সিমকো রোড এলাকায় গিয়ে সুজনকে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কে বা কারা কেন এই হামলা করেছে তা এখনো জানা যায় নি। তার বাম পা, মাথা ও ডান হতে গুরুতর জখম রয়েছে।
হাসপাতালে গুরুতর আহত অবস্থায় সুজনের দাবি , নার কাটা মাসুদ, বিপ্লব শাহাজাদাসহ অজ্ঞাত কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
জানা যায়, নার কাটা মাসুদ টঙ্গী পূর্ব থানা এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে দত্তপাড়া এলাকার শীর্ষ মাদক কারবারি ও জোড়া খুনের মামলার আসামী হুমায়ুনের ঘনিষ্ঠ সহচর। বিপ্লব ও শাহাজাদা টঙ্গী পশ্চিম থানাধীন বেঙ্গল মাঠ বস্তির চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী।
অপরদিকে ভুক্তভোগী সুজন উরফে হাত কাটা সুজন টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা ইসমাইল হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ভুক্তভোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।