সুজন সারোয়ার :
বিশ^ পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের আহ্বান, ১০১টি করে গাছ লাগান- এ সেøাগানকে সামনে রেখে সবাইকে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়ায় টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় কলেজ ভবনে ১শ একটি বিভিন্ন প্রকারের গাছ লাগিয়ে এ কর্মসূচি পালন করেন কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর।
টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি মো. কাজী মনজুর বলেন, এ ধরনের সামাজিক কাজ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। তাছাড়া, কেন্দ্রী ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়ার পর আমরা বৃক্ষরোপণ করা শুরু করেছি। শুধু কলেজে নয়, প্রতিটি নেতাকর্মীদের বাড়িতে বৃক্ষরোপণের জন্য বলা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভপতি হুমায়ূন কবির বাপ্পি, মিরাজুল রহমান, রায়হান, কাজী জাহিদ হাসান জয়, তানিম, শ্রাবন ব্যাপারীসহ কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
##