বি এ রায়হান, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে টঙ্গী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করছে।
মৃত যুবক আতিয়ার রহমান(২৫) টঙ্গীর আরিচপুর এলাকার কছির উদ্দিনের ছেলে।
স্থানীরা জানায়, সন্ধ্যায় ওই এলাকার রেল লাইনে হাটছিলেন আতিয়ার। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
টঙ্গীর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ(এসআই) নূর মোহাম্মদ বলেন,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।