———————-
নৈ:শব্দ্য ভেঙে জেগে ওঠো দ্রোহে এই স্লোগানকে সামনে রেখে টংগীতে পালিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। গত ২৯ অক্টোবর উদীচী শিল্পীগোষ্ঠী টংগী শাখা সংসদ স্থানীয় বড় দেওড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি মাধব আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. অধির কুমার সরকার, ড. সামসুল বারী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগী’র সভাপতি এড. শওকত আলী, সাধারণ সম্পাদক সৈয়দ আতিক, টংগী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা মোস্তফা হুমায়ুন হিমু, সমাজসেবক কামাল হোসেন, অমল কৃষ্ণ রায় প্রমুখ। উদীচী টংগী শাখা সংসদের সাধারণ সম্পাদক উজ্জল লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করা হয়।