1. admin@kholanewsbd24.com : admin :
ঝিকরগাছায় রেলওয়ের সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : কর্তৃপক্ষ নির্বিকার - খোলা নিউজ বিডি ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবর্ণচরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতে অভিযান ৩ দোকানী কে অর্থদণ্ড নোয়াখালীতে স্বর্ণের দোকান লুট নৈশ প্রহরী কে হত্যা আটক- ৭ ধামইরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা ধামইরহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলের জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট দাঁড়িয়ে আছে চিত্রা নদীর পাড়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ঠাকুরগাঁওয়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া ও আনন্দ উৎসব পাঁচবিবিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ লালপুর থানার ওসি পরিচয়ে টাকা দাবি,প্রতারক সোহেল রানা গ্রেফতার নওগাঁর পত্নীতলায় নকল ইঞ্জিন অয়েল কারখানায় অভিযান আটক ১

ঝিকরগাছায় রেলওয়ের সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ : কর্তৃপক্ষ নির্বিকার

প্রশাসন
  • সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১২৯ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধি (আশরাফুল ইসলাম বাবু)

যশোরের ঝিকগাছা রেলওয়ে স্টেশনের প্রায় ৮০ফুট দূরে রেল ওয়ে সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে একটি স্বার্থান্বেষী মহল। এটার বিষয়ে পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ নির্বিকার ভূমিকা পালন করছেন। উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের আবু বকরের স্ত্রী মোছাঃ মুসলিমা খাতুন সম্প্রতি ২০ জুন ২০২০ সনে রেলওয়ে ভূমি বাণিজ্যিক লাইসেন্স পাওয়ার জন্য বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা, বাংলাদেশ রেলওয়ে, পাকশী বরাবর আবেদন করেছেন। কিন্তু আবেদনে রিসিভ কপিতে ২০ জুন ২০২১ সনে উল্লেখ রয়েছে। তবে আবেদনকারীর আবেদনে উল্লেখ করেছেন, ঝিকরগাছা স্টেশন এলাকায় অবস্থিত তফশীল/চৌহদ্দী ভূক্ত ২৫-১৪ বর্গফুট রেল ভূমির উপর একটি ঘর নির্মাণ করে ব্যবসা করছে। উক্ত ভূমি আমি বাণিজ্যিক লাইসেন্স গ্রহণ করিতে অথবা অবৈধ দখলে রাখার কারণে ক্ষতিপূরণ প্রদান করিতে ইচ্ছুক হওয়ায় আবেদনকারীর নিকট বাণিজ্যিক লাইসেন্স অথবা ক্ষতিপূরণের চাহিদা ইস্যু করে রাজস্ব প্রদানের অনুমতি চেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি (মোছাঃ মুসলিমা খাতুন) পূরাতন একটি বাড়ি কিনে সেখানে বর্তমানে বসবাস করছেন। সেখানে তার কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। তিনি রেলওয়ে ভূমি বাণিজ্যিক লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেই নতুন ভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার জন্য গত ৯ নভেম্বর তার কার্যক্রম শুরু করেছে। স্থানীয়রা এটা বিষয়ে যশোর কাচারী অফিসে যোগাযোগ করলে কার্যক্রম বন্ধ করে দেন। ১৩ নভেম্বর আবারও তাদের কার্যক্রম শুরু করেছেন। উক্ত বিষয়ে এলাকার সচেতন মহল অবৈধ স্থাপনা অতিদ্রুত অপসরণের দাবী জানিয়েছে।
ঝিকরগাছা রেল স্টেশন মাস্টার নিগার সুলতানা বলেন, আমি কিছু দেখিনি। কিছু বলতে পারবো না। যশোর কাচারী অফিসের আমিন আব্দুল মতিন বলেন, একটা আবেদন করেছে। তবে তাদের কাজের জন্য কোন অনুমোদন দেওয়া হয়নি। উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী চাঁদ আহমেদ বলেন, বিষয়টি আমি জানিনা। রেলওয়ে পাকশী অঞ্চলের ডিআরএম শাহিদুর রহমান বলেন, এই অবৈধ স্থাপনা অতিদ্রুত অপসরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা