ক্রীড়া ডেস্ক :
ইউরো কাপে দারুণ জয় পেয়েছে ইতালি। গতকাল রোববার রাতে ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে শেষ ষোলোতে উঠে যায় ইতালি।
ইতালি এই ম্যাচটি জিতে দারুণ একটি রেকর্ড গড়েছে। টানা ৩০টি ম্যাচে অপরাজিত থাকল তারা। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল তারা।
অন্যদিকে ম্যাচ হারলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে পরের পর্বে পৌঁছে গেছে গ্যারেথ বেলের ওয়েলস।=
সুইজারল্যান্ডের জয়
ইউরো কাপের অন্য ম্যাচে সহজেই জয় পেয়েছে সুইজারল্যান্ড। গতকাল রোববার রাতে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে তারা। অবশ্য এই জয়ের পরও শেষ ষোলোতে যেতে সুইজারল্যান্ডকে অপেক্ষা করতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর।
ম্যাচের ৬ মিনিটে হারিস সেফেরোভিচের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান জেরদান শাচিরি। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যাওয়ার সুযোগ পয়েছিল তারা। ২৮ মিনিটে শাচিরির শট অনবদ্য দক্ষতায় বাঁচান তুরস্কের গোলকিপার উরকান সাকির।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল সুইজারল্যান্ড।
ম্যাচের ৬২ মিনিটে ইরফান কাহভেসি তুরস্কের পক্ষে একটি গোল করে ব্যবধান কিছুটা কমালেও শেষ পর্যন্ত পারেননি। ৬৮ মিনিটে শাচিরি সুইসদের পক্ষে তৃতীয় গোল করেন।