নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে একযোগে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম চলছে।এরই অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নির্দেশে প্রতিটি ইউনিটের ছাত্রলীগের নেতা কর্মীরা সেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহন করেন।তারা সাধারণ মানুষের দূর্ভোগ লাগব করার জন্য নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভাইয়ের দিকনির্দেশনায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদ, জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রমে ছাত্রলীগ সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছে।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তরের সহ-সম্পাদক মোঃসোহেল রানা বলেন,বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পঞ্চাশ লক্ষ সদস্যের একটি সংগঠন। ১৯৫২ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ সক্রিয় ভূমিকা রেখেছে।বাংলাদেশের প্রতিটি দূর্যোগে ছাত্রলীগের ভূমিকাও প্রশংসনীয়।তারই ধারাবাহিকতায় আমরা সেচ্ছাসেবক হিসেবে কেন্দ্রে দায়িত্ব পালন করছি।ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই করোনামুক্ত একটি পৃথিবী দেখবো।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের মানব বিষয়ক সম্পাদক মোঃইব্রাহিম ইসলাম এবং উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মোঃ আজাদ হোসাইন সালেহীন সহ ছাত্রলীগের নিবেদিত কর্মীরা।