ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদ উল- আযহা উপলক্ষে আশুলিয়া বাসীসহ সর্বস্তরের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মী, ব্যবসায়ী ও দেশ- বিদেশে অবস্থানরত সকলকে ঈদ- উল- আযহার শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ।
ঈদ শুভেচ্ছা বার্তায় আরিফ বলেন, বৈশ্বিক মহামারী করোনা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারের ঈদ -উল- আযহা অনুষ্ঠিত হবে। করোনা লকডাউন শিথিল করা হলেও আমরা সবাই নিজ নিজ স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরে ঈদগাহে জামায়াতে নামাজ আদায় করব। নামাজ শেষে আমরা ঐতিহ্যের সেই কুলাকুলি থেকে বিরত থাকার চেষ্টা করবো।
পবিত্র ঈদ- উল- আযহা ইসলামের ইতিহাসে ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছে সেই ত্যাগ সকলের হৃদয়ে ধারন করে সমস্ত লোভ- লালসা থেকে নিজেদের মুক্ত করে আল্লাহর নামে কোরবানি করবো। তাহলে ঈদ- উল- আযহার মূল লক্ষ অর্জিত হবে।
আগামীতে আরো কঠিন পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের ঈদ উল- আযহা উদযাপন করতে হবে।
তিনি শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদ উল- আযহার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।এসময় তিনি দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধির ও করোনা পরিস্থিতি থেকে মুক্তির জন্য মহান আল্লাহ তাআলার রহমত কামনা করেন।
এসময় তিনি আরো বলেন, জীবনের চেয়ে বড় কিছুই নয়।তাই ঈদে যারা নাড়ীর টানে বাড়ী যাচ্ছেন সকলে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আপনার একটি ভুল সারাজীবনের কান্নার কারণ যেন না হয়। তাই সকলে মাস্ক ব্যবহার করবেন। সবাই কে অগ্রীম ঈদ- উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।