ইসমাইল হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরে বিটিভি’র জেলা সাংবাদিক মোঃ মোস্তফা বাবুল মমার্ন্তিক সড়ক দূঘর্টনায় গুরুত্ব আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ নভেম্বর) বিকালে সরিষাবাড়ী উপজেলায় ধলেশ্বরী ট্রেন থেকে নেমে অটোরিক্সা যোগে চাপারকোনা যাবার পথে পিছন থেকে দ্রুতগামী একটি মটরসাইকেল অটোরিক্সা কে চাপা দেয়। এতে সে মমার্ন্তিক সড়ক দূঘর্টনার আহত হন।
পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসারা তার অবস্থা গুরুতর দেখে জামালপুরে রেফার্ড করেন।
প্রথমে তাকে নকিব উদ্দিন হাসপাতালে এবং পরে ডায়াবেটিস হাসপাতালে নেয়া হয়। সেখানে তার এক্সরে ও মাথার সিটিস্ক্যান করানো হলে তার কোমরের হাঁড় ও মাথার হাঁড় ভেঙ্গে রক্তক্ষরণ ধরা পড়ে। এমতাবস্থায় তাকে দ্রুত ঢাকার ইউনাইডেট হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
এদিকে সাংবাদিক মোস্তফা বাবুলের সড়ক দূঘর্টনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ডায়াবেটিস হাসপাতালে দেখতে যান জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (বিপিএম)। এ সময় তার সাথে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ্ নেওয়াজ। পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান সাংবাদিক মোস্তফা বাবুলের জন্য চিকিৎসা সেবায় সার্বিক সহযোগীতা করেন।
এছাড়া জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী তাকে ঢাকার নেয়ার জন্য সার্বিক সহায়তা করেছেন। মোস্তফা বাবুলের এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার পরিবারে পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।