স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন :-
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এরিয়ায় কর্মজীবী লোকদের ব্যস্ততম চলাচলের সময় ছিনতাইকারী চক্র ও পকেটমার চক্রের সক্রিয় ভূমিকা কথা অভিযোগ করেন পথযাত্রীরা । বছরে ঈদ সহ বিভিন্ন দিবসের ছুটিতে এমন অপরাধ মূলক ঘটনা বেড়ে যায়।
পূর্বে সরকারি-বেসরকারি, কর্মজীবী লোক ও গণমাধ্যমকর্মীদের সথে এমন অহরহ ঘটনা ঘটেছে বিভিন্ন সংবাদ সূত্রে জানাযায় যায়। প্রথমে যাত্রীদের বেশ ধরে পকেটমার চক্রে ব্যস্ততার সাথে সাধারণ মানুষের মতো উঠার চেষ্টা করে গাড়িতে। এমন সময় ভিরের মধ্যে ধাক্কাধাক্কি করে সুযোগ বুঝে হাতিয়ে নেয় মোবাইল , মানিব্যাগ সহ মুল্যবান সম্পদ। অনেক সময় হাতেনাতে ধরা পড়ার পর অপরাধ চক্রের কিছু লোক তাদের কে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে, গণধোলাই দিয়ে ছেড়ে দেওয়া হয় । আবার কেউ কেউ পুলিশের কাছে সোপর্দ করেন, কিন্তু মামলা দেয় না। বেশিভাগ সময় মামলা হয়না কারণ এরা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করার কারণে বেশির ভাগই থানায় মামলা সহজে দিতে চায় না । মামলার নিলেও সাধারণ ভুক্তভোগীরা এদেরকে মামলা দিতে চায় না যার জন্য তারা সুযোগ পেয়ে আজ এমন অপরাধমূলক কাজে উৎসাহিত হচ্ছে বলে অনেকের ধারণা । এমন অপরাধ মূলক চক্রের সক্রিয় ভূমিকা রয়েছে টাট্রীবাড়ি, কুরগাঁও চারিগ্রাম সহ তার আশপাশ এরিয়ায়, মাঝে মাঝে এলাকাবাসীরা ও জনপ্রতিনিধি সমন্বয় ক্রমে এদের উচ্ছেদ করতে চাইলেও সম্ভব হয়ে উঠে না কারণ এদের মাদকের সাথে এরা ওতপ্রোত ভাবে সম্পৃক্ত থাকায় এদের কেউ কিছু করতে পারছে না। যার কারণে দিনে দিনে বেড়ে চলছে এদের উৎপাত স্থায়ী কি কোন সমাধান নেই । এলাকার বিভিন্ন অলিগলি খোলা ও নির্জন স্থানে খোলামেলাভাবে অনেক মাদক সেবন করে যাচ্ছে। এদেরকে কি দেখার কেউ নেই। বিশেষজ্ঞদের অভিমত সরকারিভাবে এদের কোন স্থায়ী পুনর্বাসন ও কঠোর আইন ব্যবস্থা করলে কমে যাবে অপরাধমূলক চক্রের উৎপাত ।