স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন।
১৫ই আগস্ট ২০২১, বাঙালি জাতির মুক্তির আন্দোলনের মহানায়ক,বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ,স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সারাদেশে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী ও কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি মো:সায়মন সরকারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।