শরীয়তপুর প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের জাজিরা থানার এস আই রোকনুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশের দল জাজিরা উপজেলার রসের মোড় জয়সাগর এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী সহ ৪ জুয়ারীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩০ জুন) দুপুরে অ্যাডভোকেট সালমা ফেরদৌসির নির্মানাধীন পরিত্যক্ত বাড়ি থেকে জুয়ার আসর থেকে খেলার তাস ও নগদ ২ হাজার ৬ শত ৪০ টাকা সহ তাদের গ্রেপ্তার করা হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৪ জুয়ারীরা হলো- ফয়জল ফকির (৬০), রাব্বি তালুকদার (৩০), কবির মাদবর (২৮) ও শওকত হোসেন মাদবর (২৪)। গ্রেপ্তারকৃতদেরকে কোর্টে সোপর্দ করেছে পুলিশ।
জাজিরা থানার ওসি মো. মাহবুবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।