শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেচর,বিলাশপুর, বড় কান্দি,জাজিরা, পালের চর, নাওডোবা ইউনিয়নের প্রায় ৬ শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (খাদ্য) করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী জাজিরা উপজেলা বিভিন্ন ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন,
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। এতে সভাপতিত্ব করেন।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আশরাফুজ্জামান ভূইয়া। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।