জাকের পার্টির বর্ষীয়ান নেতা সিরাজ মিয়া ( নাখালপাড়ার সিরাজ ভাই) বৃহস্পতিবার রাত ১০.৩৪ মিনিটে রাজধানী ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
জাকের পার্টির বর্ষীয়ান নেতা সিরাজ মিয়া যিনি একাধারে দীর্ঘ দিন বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ)কেবলাজান ছাহেবের সান্নিধ্যে থেকে খেদমত করেছেন, তিনি নিজ বাড়ী ব্রাহ্মণবাড়ীয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে তাকে ১৩ জুলাই উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে সপ্তাহের অধিক সময় নিবিড় চিকিৎসায় ছিলেন তিনি।
এদিকে, ইন্তেকালের পরে মরহুম সিরাজ মিয়ার লাশ জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আনা হলে শোকঘন আবহ তৈরী হয়। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজ মিয়ার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
নামাজের জানাযা শেষে মরহুমের লাশ ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
জাকের পার্টি চেয়ারম্যানের শোক
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল জাকের পার্টির বর্ষীয়ান নেতা সিরাজ মিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি ও সহবেদনা জানান।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের পবিত্র সান্নিধ্যে সিরাজ মিয়া ( সিরাজ ভাই) যেভাবে কর্মে নিয়োজিত ছিলেন, তা অনুকরণীয়।