স্টাফ রিপোর্টারঃ
জাকের পার্টির বর্ধিত সভা বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সভায় সভাপতিত্ব করেন।
জাকের পার্টি চেয়ারম্যান সভায় চলমান পরিস্থিতি নিরীখে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের নেতা কর্মীদের জন্য অত্যন্ত হৃদয়গ্রাহী দিক নির্দেশনা তুলে ধরেন। দলীয় কর্মসুচী বাস্তবায়নের পাশাপাশি একই সাথে জনগনকে আদর্শিক ও আলোকিত পথে সম্পৃক্ত করার রুপরেখা তুলে ধরেন। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে জাকের পার্টির অংশগ্রহনের পথ বেয়ে আদর্শিক ও আলোকিত পথে মানুষকে সম্পৃক্ত করার কাজ ব্যাপকতালাভ করবে বলে তিঁনি গভীর আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জাকের পার্টির কেন্দ্রীয় ও জাতীয় স্থায়ী কমিটি, বিভাগীয়,জেলা ও মহানগর সভাপতিসহ নেতৃবৃন্দ , ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন নেতৃবৃন্দ ও আওতাধীন থানা সভাপতিসহ নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Zaker Party’s Extended Meeting took Place at the Central Office
Zaker Party’s Extended Meeting took place at the central office. Zaker Party Chairman Mostafa Amir Faisal presided over the meeting. The presidents of the districts and metros from all across the country, as well as the presidents of all the thanas under Dhaka Metro North and South, and the central secretaries of the associate organizations were present at this meeting.
In the meeting, an important discussion took place concerning the national political, social, economic, and cultural state of affairs and decisions on party strategy.