স্টাফ রিপোর্টারঃ
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল জাকের পার্টির আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্য জনগনের মাঝে তুলে ধরার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাকের পার্টি তার লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যুব ওলামা ফ্রন্টের এক সভায় বক্তৃতাকালে তিঁনি এ সব কথা বলেন।
সভায় যুব ওলামা ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. সায়েম আমীর ফয়সল বলেন, আমরা সাদাকে সাদা বলবো। কালো কে কালো বলবো। ইসলাম কিন্তু মিশ্র রঙের নয়। আমরা সত্য ও ন্যায়ের আদর্শেই বলীয়ান আছি ইনশাআল্লাহ।