খোলা নিউজ প্রতিবেদক ঃ
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের খিলগাঁও এলাকায় গত মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র দিয়ে খায়রুল আলম চৌধুরীর উপর হামলা করে জাহিদুল সহ আরও ১০/১৫ জন ।
মামলা সুত্রে জানা যায় ১৬বছর পূর্বে খিলগাঁও মৌজায় ফরিদ আলম ও এজাজ কবির দুই ভাই তাদের ক্রয় কৃত ৭.৬৩ একর জমিতে বাউন্ডারী ওয়াল সহ ফলজ গাছ ও বসত বাড়ী নির্মান করে ভোগ দখল করিয়া আসছিলেন। মামলার বাদী ফরিদ আলম চৌধুরী জানান যে জাহিদুল ইসলাম তুষার, তৌহিদুল ইসলাম তুহিন, এমদাদ হোসেন সহ আর ১০/১৫ জন প্রায় ৯০ ফিট সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে দেয়। আমার ছোট ভাইয়ের উপর তারা হামলা চালায় এবং পরবর্তীতে আমাদেরকে হুমকি দিয়া চলিয়া যায়।
আসামীপক্ষগন আর.এস. দাগ নং-৩৯১ হইতে ৩৯ শতাংশ জমি নিজেদের বলিয়া দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে। আমরা স্থানীয় গণ্যমান্য লোকজনদের মাধ্যমে মিমাংসা করা জন্য বিবাদীদের সহিত একাধিকভার চেষ্টা করি।
এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম জানান যে, এ ব্যাপারে একটি মামলা রুজু হয়েছে আসামীদের আটকের চেষ্টা চলছে।