1. admin@kholanewsbd24.com : admin :
জনসমর্থন হীনতায় ভুগছেন চেয়ারম্যান মসলেম উদ্দিন! - খোলা নিউজ বিডি ২৪
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরের বিলমাড়িয়াতে লেঃ কর্নেল রমজানের উঠান বৈঠক ও শান্তি সমাবেশ রাজশাহী পুঠিয়ার ইউনিয়ন ভূমি অফিসগুলো যেনো ঘুষের স্বর্গ রাজ্য, ছাড় পায় না ভিক্ষুকও লালপুরে বালু বোঝাইকৃত ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ কাশিমপুরের ভবানীপুর দারুস সুফফা মাদ্রাসার পুরস্কার বিতরণ ও সবক প্রদান অনুস্ঠান অনুস্ঠিত লালপুরের বিলমাড়িয়াতে লেঃ কর্নেল রমজানের উঠান বৈঠক ও শান্তি সমাবেশ জমি নিয়ে বিরোধে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার-৬ আশুলিয়ায় নলাম যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত কাশিমপুরে শিশু অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও নেই উদ্ধার তৎপরতা ও খোঁজ! মেঘনায় জলদস্যুদের গুলিতে আহত আরেক জেলের মৃত্যু গাজীপুর সদর-১ আসনে মোজাম্মেল হক এমপি’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনসমর্থন হীনতায় ভুগছেন চেয়ারম্যান মসলেম উদ্দিন!

প্রশাসন
  • সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৯০ বার পঠিত

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ

এস. আর টুটুল এম. এল!

রাজশাহীর তানোর উপজেলার
কাঁমারগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক ওরফে বাক্সা মসলেমের
ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে জনমনে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এতে তার পক্ষে জনপ্রিয়তায় ব্যপক সঙ্কট সৃস্টি হয়েছে।
ইতমধ্যে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সিংহভাগ নেতাকর্মী তাকে ত্যাগ করেছে, পাশাপাশি তৃণমুলের নেতাকর্মীরাও তার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
ফলে চরম জনপ্রিয়তার সঙ্কটে পড়েছে তার রাজনৈতিক ব্যক্তিত্ব। আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়াত দুরের কথা দলে টিকে থাকায় কঠিন পড়েছে।
ইউপি আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জৈষ্ঠ নেতা বলেন, মসলেম আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে বড় অঙ্কের আর্থিক সুবিধা দিয়ে নৌকা প্রতিক হাতিয়ে নিয়েছেন, তবে এবার আর সেটা হবে না। তারা বলেন, এমপি বিরোধীতার নামে নৌকার বিরোধী অবস্থান, পরিবারের সদস্যদের মাদকাসক্ততা, তিনি নিজে লেখাপড়া না জানা, সংগঠনের দায়িত্বশীল পদে না থাকা ইত্যাদি কারণে তৃণমুল এবার প্রার্থী পরিবর্তনের দাবিতে একট্টা হয়ে উঠেছে।

জানা গেছে, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সার্বিক সহায়তায় আওয়ামী লীগের দলীয় প্রতিক নিয়ে মসলেম দুই বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচনে বিজয়ী হবার পর পরই স্থানীয় সাংসদের বিরোধীতা করার নামে পৃথক বলয় বা দলীয় কোন্দল সৃস্টি করে দল ও নেতাকর্মীর কাছে বির্তকিত হয়েছেন তিনি। ফলে সরকার দলীয় চেয়ারম্যান হয়েও তিনি তার নির্বাচিত এলাকায় ১০ বছরে তেমন কোন দৃশ্যমান উন্নয়নই করতে পারেন নাই। এদিকে ইউনিয়নবাসী উন্নয়ন বঞ্চিত হওয়ার জন্য চেয়ারম্যান (বাক্সা
মসলেমকে) দায়ী করে তাকে উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে অবিহিত করে তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে বলে, একাধিক সুত্র নিশ্চিত করেছে। ইউনিয়নবাসীর জীবন-মানোন্নয়ন ঘটাতে না পারলেও চেয়ারম্যান মসলেমের নিজের উন্নয়নের কোন কমতি নেই, এই সময়ের মধ্য তিনি হয়েছেন অঢেল সম্পদের মালিক। তৃণমুলের অভিযোগ, দল, নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানী করে মসলেম চেয়ারম্যান এমপি বিরোধীতার নামে দলের নেতাকর্মীদের মধ্য বিভ্রান্তি ও দলীয়কোন্দল সৃষ্টি, জাতীয় সংসদ, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা নির্বাচনে নৌকার মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি জাতির জনক বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী মুজিববর্ষ-২০২১, জাতীয় জেল হত্যা দিবস, বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী, দলের প্রতিষ্ঠাবার্ষিকী ইত্যাদি জাতীয় ও দলীয় অনুষ্ঠানে তিনি অংশ গ্রহণ করেন না, এমনকি নানা কৌশলে বাঁধা দিয়েছেন।
এদিকে এসব বিষয় বিবেচনা করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এমন ব্যক্তিকে যেনো নৌকা প্রতিক দেয়া না হয়, সেটা বিবেচনা করতে আওয়ামী লীগের তৃণমুলে দলের নীতিনির্ধারক মহলের কাছে আবেদন করেছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
সরেজমিন কাঁমারগা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ১০ বছর আগে এই ইউনিয়নের রাস্তা-ঘাট, হাট- বাজার যেমন উন্নয়ন বঞ্চিত ছিল, সেরকমই রয়ে গেছে।গ্রামের মোড়ে- মোড়ে নেই সোলার লাইটের ব্যবস্থা, নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, নেই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা। যার ফলে বর্ষা মৌসুমে ইউপির অধিকাংশ এলাকা জলাবদ্ধতা হয়ে থাকে। কাঁমারগা ইউপির হরিপুর ও হাতিনান্দা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বয়োজৈষ্ঠ আওয়ামী লীগ নেতা বলেন, বর্তমান চেয়ারম্যান মসলেম উদ্দিন কি উন্নয়ন করেছে, তা এবার ভোট চা সময় তাকে বুঝিয়ে দেওয়া হবে। তারা বলেন, যে পাড়ার নামে ইউনিয়ন সেই পাড়াতে ১০ বছরে একটি সোলার লাইট দিতে পারেনি সে আবার জনগণের কি উন্নয়ন করবে, এবার ভোট চাইতে আশলে তাকে বুঝিয়ে দেওয়া হবে। তবে তাকে যেনো নৌকা প্রতিক না দেওয়ার জন্য হাইকমান্ডের কাছে আবেদন জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্যরা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি এলাকায় দৃশ্যমান উন্নয়ন করেছে, অথচ আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েও মসলেম লাগামহীন অনিয়ম-দুর্নীতি করে এলাকাকে উন্নয়ন বঞ্চিত করেছে, আমরা তার লুটপাট থেকে কামারগাঁ ইউনিয়ন বাঁচতে চাই।
এবিষয়ে জানতে চাইলে কাঁমারগা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রামানিক এসব অভিয়োগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এসব অপপ্রচার করছে। তিনি বলেন, তিনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউপিবাসী আবারো তাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন ইনশাল্লাহ্।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা