যশোর জেলা প্রতিনিধি (আশরাফুল ইসলাম বাবু)
যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৭৭ মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ।
সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট খাইরুল ইসলাম ও টিএসআই কবির হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে চালকদের নামে মামলা দেয়া হয়।
সার্জেন্ট খাইরুল ইসলাম বলেন- নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল জব্দ করে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা এএসআই সাইদুর রহমান বলেন, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৭৭ মোটরসাইকেল থানা হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা।