—————-
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ
দশমাইল-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দরে পিকাবের ধাক্কায় মোছাঃ আনোয়ারা খাতুন (৬৭) নামে একজন বৃদ্ধা নারী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দরের অদুরে তেঁতুলিয়া শাহাপাড়া নামক স্থানে। এ সময় তাকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরন করলে দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত আনোয়ারা একই এলাকার মৃত আশরাফ মাষ্টারের স্ত্রী বলে জানাগেছে। এ সময় পিকাবের ড্রাইভারসহ আরো ৪ জন পিকাব আরোহী গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিমেক ও রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। বিষয়টি নিশ্চিত করছেন দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান।