ডেস্ক রিপো :
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের আপত্তি ও আন্দোলন উপেক্ষা করে অবশেষে চালু হতে যাচ্ছে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে এই তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ডিসেম্বরেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড।
কিন্তু, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবন নিরাপদ থাকবে সেই নিশ্চয়তা কি পাওয়া গেছে?