এম হাসান
গাজীপুর মহানগরীর বাসন থানার অন্তর্গত ভোগরা এলাকা হইতে, চাকুরির প্রলোভন দেখিয়ে ১১ আগস্ট ২০২১ ইং তারিখে এক তরুনীকে পতিতালয়ে বিক্রির অভিযোগ সোহেল রানা (২৫) নামে এক যুবকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত পাচারকারী দলের মূল হোতা সোহেল রানা রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সামসু মাস্টার পাড়া গ্রামের বাবুল সরদারের পুত্র।
মামলা ও পুলিশের দেয়া তথ্য মতে গত ১১ আগস্ট ২০২১ ইং তারিখে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগরা এলাকার রুপা গার্মেন্টস এর সামনে, ২২ বছরের এক তরুনীকে,চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলোদিয়া পতিতা পল্লীতে তরুনীকে বিক্রি করে দেয়। তরুনীর স্বামীর নিকট হতে অভিযোগ পাওয়ার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের চৌকস একটি দলের অভিযানে দৌলতদিয়া পতিতাপল্লী হতে তরুনীকে উদ্ধার করা হয় ।
এ বিষয়ে বাসন থানায় মানব পাচার আইনে মামলা রুজুর পর ঘটনার সহিত জড়িত ১নং আসামি সোহেল রানা(২৫) কে
অভিযান চালিয়ে ডিএমপি,ঢাকার উত্তরখান এলাকা হতে গ্রেফতার করা হয়।
##