এম, সোহাইল চৌধুরী. কক্সবাজার জেলা প্রতিনিধি।
ককসবাজার জেলার চকরিয়া থানা পুলিশের অভিযানে একজন রোহিঙ্গা সহ দুইজন নারী মাদক কারবারী ইয়াবা (মাদক) সহ গ্রেফতার।
অদ্য ১০/০৮/২০২১খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৬:৩০ ঘটিকার সময় চকরিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভাস্থ কক্সবাজার টু চট্টগ্রামগামী মহাসড়কের পুরাতন বাস ষ্ট্যান্ডের বাম পাশে সিদ্দিক ফিলিং পেট্টোল পাম্পের সামনে হতে গ্রেফতারকৃত আসামী ০১। নুর বেগম (৪০), স্বামী- ছমি উল্লাহ,, সাং- নয়াচর পাড়া, থানা- রামু, ২। রোকেয়া খাতুন (৩৪), পিতা- নুর হোছন, সাং- জাদিমূড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭, থানা- টেকনাফ,উভয় জেলা- কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ৯৭৫ (নয়শত পঁচাত্তর) পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।