নিজস্ব প্রতিবেদকঃ
ফুলবাড়িয়া উপজেলা ৪ নং বালিয়ান ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সফল প্রতিনিধি হিসেবে সমাদৃত ও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ বাবর আলী মেম্বার।
তিনি বলেন ২ বার জনগণের সমর্থন, ভালোবাসা ও ভোটে
নির্বাচিত হয়ে ওয়ার্ড বাসিকে একটি আধুনিক ওয়ার্ড উপহার
দিয়েছি ও উন্নয়নের স্বীকৃতি অর্জন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেন আমার এলাকায় প্রায় দশ লাখ টাকা খরচে একটি ঈদগাহ মাঠ ভরাট সহ দেয়াল বাউন্ডারি, উন্নত গেইট সহ প্রতিষ্ঠা
করেছি।
দশমাইল জামে মসজিদে উন্নত ওযুখানা নির্মান, দশমাইল বাজারে ১৪টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। সাইতান বাজারে জনকল্যাণ বিবেচনায় টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় ৯ টি নতুন রাস্তা, ৩০৫ টি গরীবদের রেশন কার্ড, ২৮টি টিউবওয়েল,
১৫০ টি শিশু ভাতা কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা র ২৭৫ টি ভাতা কার্ড বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
প্রায় ২২ লাখ টাকা খরচ করে একটি আধুনিক ব্রিজ নির্মান করা হয়েছে। এলাকার মসজিদে ১৩টি সোলার প্রদান সহ একটি গৌরস্থানকে প্রায় তিন লাখ টাকা ব্যয় করে দেয়াল বাউন্ডারি সহ গেইট লাগিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি তাঁর এলাকার জনগনের কাছে আমৃত্যু ভালোবাসা পেয়ে
আজীবন স্মরণীয় হয়ে থাকার নিমিত্তেই এসব উন্নয়নমুখী কার্যক্রম করেছেন বলে দৈনিক আলোকিত সকাল, কে জানিয়েছেন।