শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গোসাইরহাট থানা সংসদের ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় গোসাইরহাট উপজেলা এ কমিটি ঘোষণা করা হয়।
১ম কাউন্সিলের মধ্যে দিয়ে
সভাপতি পদে অর্ক ভাওয়াল, সাধারণ সম্পাদক পদে মাইনুল ইসলাম মাহেল ও সাংগঠনিক সম্পাদক পদে রিফাত খান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি- সিমান্ত বৈষ্ণব, সহকারী সাধারণ সম্পাদক -মো:জিসান, কোষাধ্যক্ষ- ইমরোজ ইমি, দপ্তর সম্পাদক -অর্ণব পাল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক- সিয়াম হোসেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক – রায়হান ইসলাম, সদস্য- হাপি ইসলাম, শিশির সিমান্ত।
কাউন্সিলে অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সাবেক সদস্য সুশান্ত ভাওয়াল, শরীয়তপুর জেলার সাবেক সভাপতি মামুন আর রশিদ, বর্তমান সভাপতি সাইফ রুদাদ, কোষাধ্যক্ষ পারভেজ সাইম।
উল্লেখ, অর্ক ভাওয়াল এর আগে গোসাইরহাট থানা সংসদের আহ্বায়কের এবং মাইনুল ইসলাম মাহেল যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।