মোছাঃ নাছিমা খাতুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় বিল থেকে ভাসমান জোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধারের জন্য কাজ করে। এ সময় তাদের হাত পা বাধা অবস্থায় ছিল। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫০ বছর এবং অপরজনের বয়স আনুমানিক ৩৫ বছর।
কোনাবাড়ী মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আমবাগ পূর্বপাড়া এলাকায় বিলের পানিতে পাশাপাশি জোড়া মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেওয়া হয়।
নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।