গাজীপুর প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগরের ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও ভোগড়া ছয়দানা মালেকের বাড়ি বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুর রশিদ বিএর বিরুদ্ধে উক্ত সমিতির সঞ্চয় আমানতের টাকা আত্মসাতের অভিযোগ তুলে গাজীপুর জেলা প্রশাসক, জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভোগড়া ছয়দানা মালেকের বাড়ি বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও উক্ত সমিতির সাধারণ সদস্যবৃন্দের মাঝে বিরাজমান ক্ষোভ দেখা দিয়েছে।
ইতিপূর্বে সমিতির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মো: আব্দুর রশিদের একক স্বাক্ষরে একাধিক সদস্য টাকা উত্তোলনের ঘটনায় বর্তমান ব্যবস্থাপনা কমিটি বিষয়টিকে অর্থ আত্মসাত করেছে বলে সমিতির বিধি মোতাবেক সংশ্লিষ্ট সকল সদস্য সিলযুক্ত সহি স্বাক্ষরের মাধ্যমে প্রতিকার চেয়ে আবেদন করেছেন। প্রয়োজন স্বাপেক্ষে ধারা উপবিধি অনুযায়ী আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সর্ব আদালতে সরনাপন্ন হবে বলে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিবেদককে বিষয়টি অবগত করেন।
এদিকে বাজারের একাধিক ব্যক্তি জানান, আব্দুর রশিদ একক প্রভাব খাটিয়ে মালেকের বাড়ি সরকারি জায়গায় দখল করে ফুটপাতে বাজার উন্নয়নের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে তৎকালীন ভোগড়া ছয়দানা মালেকের বাড়ি বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: এর সাবেক সভাপতি মো: আব্দুল মালেকের সাথে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, আমি এই বিষয়ে কিছুই জানি না। তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উক্ত টাকা নিজেই নিয়েছে বলে তিনি জানান এবং তিনি সাক্ষাতে কথা বলবে বলে এ প্রতিবেদককে জানান।
এ বিষয়ে তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করে সত্যতা পেলে তখন বুঝা যাবে।
####