গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে অবস্থিত রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের
বন্ধু আমার ” সুখে দুখে পাশা পাশি” সারা বাংলা ৮৮ব্যাচের প্রথম প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দিনব্যাপী গাজীপুর জেলা প্যানেল এর আয়োজনে বিভিন্ন কমসূচীর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা বেগমকে শুভেচ্ছা স্মারক প্রদান, বৃক্ষ রোপণসহ বিভিন্ন কমসূচীর আয়োজন করা হয়।
কমসূচীতে অ্যাডঃ পাভেল, গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, রফিক, দীলু, সাগর, প্রতাপ ঘোপ, দুলাল, বুলবুল, দীনেশ ও রতন প্রমূখ উপস্থিত ছিলেন।