এম হাসান
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় কুদ্দুস নগররে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম মারুফ বয়স (১৪-মাস) শিশুর পিতা মোঃমনিরুজ্জামান (২৪) পেশায় একজন রিকশা চালক শিশুর মা ফাতেমা বেগম (১৯) স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত আছেন।
মনিরুজ্জামান ও ফাতেমা বেগম আলামীনদের বাড়া বাসায় বসবাস করেন।
ঘটনরা বিবরণ শিশুর মা ফাতেমা বেগম গণমাধ্যম কর্মীদের জানান,গত ০৭ জুলাই রাত আনুমানিক ৮ পিএম বাড়ির পাশে মা বাবার দোয়া নামক ফার্মেসীতে গিয়ে, এলার্জি সমস্যার কারণে ট্রায়ালন নামক একটি ইনজেকশন পুশ করতে যায়। ফার্মেসীর মালিক মোঃআরিফ শিশুটিকে ইনজেকশন পুশ করে।
পরেরদিন সকাল আনুমানিক সময় সকাল ৮ পিএম শিশু মারুফের মৃত্যু হয়। শিশুটির মা ফাতেমা বেগম আরও জানান এবিষয়ে নিকটস্থ থানা পুলিশের সহায়তায় নেননি বা কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি।
এবিষয়ে আরিফ বলেন শিশুর মা ফাতেমা বেগম ১৫ দিন আগে পাবনায় কোন একটি ঔষধের দোকানে ডাক্তার দেখিয়ে ট্রায়ালন ইনজেকশন পুশ করেছিলেন, পনেরোদিন পর গতকাল ৭ জুলাই চিকিৎসকের ব্যবস্থাপত্র আছে বলে নিজে ট্রায়ালন ইনজেকশন হাতে করে আনে তার ফার্মেসীতে এবং পুশ করতে বলে। আরিফ আরও বলেন শিশু মারুফের পাছায় মাংস পেশিতে অর্ধেক ইনজেকশন পুশ করা হয়েছিলো এতে তার পরিবারে সম্মতি ছিলো। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন ইনজেকশন দিতে পারেন কিনা জানতে চাইইলে এবিষয়ে কোন মন্তব্য করতে রাজিহয়নি। এছাড়া আরিফ নিজেকে প্যারামেডিকেল কোর্স সম্পূর্ণ করেছেন বলে দাবী করলেও কোনা প্রমান দেখাতে পারেনি।এছাড়া শিশুটির কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত ভাবে শিশুর মা ও ফার্মেসী মালিক কথিত ডাক্তার আরিফ কিছুই বলতে পারনেনি।
এবিষয়ে কোনাবাড়ি থানার পুলিশ পরিদর্শক মোঃরফিকুল ইসলাম বলেন, এবিষয়ে শিশুর অভিবাবক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া বিষয়টি অবগত নয় বলেও জানান।