জাহিদ হাসান জিহাদ।। বর্ণাঢ্য আনন্দ র্যালী ও কেক কাঁটার মধ্যদিয়ে গাজীপুরের জয়দেবপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়ে।
আনন্দ শোভাযাত্রাটি জয়দেবপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে গাজীপুরের ২৬নং ওয়ার্ডের শিব বাড়ি শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের মাঠে শেষ হয়ে। পরে কেক কাঁটার ও রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্যে দিয়ে কার্যক্রম শেষ হয়।
গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো.সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহাম্মেদ শান্ত বাবু,যুগ্ম আহ্বায়ক মো.আলমগীর হোসেন,গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন বাদল আমান উদ্দিন সরকার, কাইয়ুম সরকার,ডাঃ এবিএম কাশেম মন্ডল, ইকবাল মাষ্টার, দেলোয়ার হোসেন দেলু, গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।