এম হাসান, গাজীপুর
গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের কোভিট-১৯ সুরক্ষায় ভ্যাক্সিন এর দ্বিতীয় ডোজ দেয়া হয়।৫ মার্চ ২০২২ ইং তারিখে সকালে নগরীর বাসন খালিকিয়্যা দারুল উলুম মাদ্রাসায় কোভিট-১৯ ভ্যাক্সিন কার্যক্রম শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়। এসময় এলাকার সকল মাদ্রাসার শিক্ষার্থীরা কোভিট-১৯ এর দ্বিতীয় ডোজ নিতে মাদ্রাসা প্রাঙ্গনে জমায়েত হোন।এসময় আগত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের খালিকিয়্যা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা অভিবাদন জানিয়ে আপ্যায়ন ও টিকা কার্যক্রমে সহযোগিতা করেন।এসময় ছাত্ররা ধৈর্য্য ও শৃঙ্খলার সাথে টিকা গ্রহণ করতে দেখা যায়। দীঘির চালা দারুল উলুম মাদ্রাসার হাফেজী অধ্যয়নরত ছাত্র মোঃমাহমুদুল হাসান (মারুফ) জানান সকাল হইতে মাদ্রাসা প্রাঙ্গনে এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্ররা এসেছেন।তিনিও তাদের মতো একজন আজ দ্বিতীয় ডোজ নিতে এসেছেন। সরকারের ঘোষণা মতে সকল স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা টিকার আওতায় আনাই একমাত্র লক্ষ্য। শিক্ষা-কার্যক্রম সচল রাখতে সরকারের এমনি উদ্যোগে প্রশংসা করেন শিক্ষার্থীদের অভিবাকরা।