বি এ রায়হান, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে বিপুল পরিমান গাজাঁসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। এসময় তাদের কাছথেকে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার ১৭ অক্টোবর দুপুরে শ্রীপুর থানাধীন কেওয়া পূর্বখন্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার রাতে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানী কমন্ডার এ এস এম মাঈদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলো, জামালপুর জেলার ইসলামপুর থানার পাটনিপাড়া এলাকার মৃত আলী নেওয়াজ খানের ছেলে শাহজাদা খাঁন (৩৫),
নাটোর জেলা সদরের বারো ঘোড়িয়া এলাকার আব্দুল হালিম বেপারীর ছেলে জাহিদুল বেপারী (৩৩)। তারা গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতো।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের কেওয়া পূর্বখন্ড এলাকায় অভিযান চালিয়ে ০২ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লক্ষ ৮০ হাজার টাকা সমমূল্যের ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।