গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে রাতের আঁধারে বন থেকে সহস্রতাধিক শাল-গজারি গাছ কেটে বন উজাড় করার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন চন্দ্রা বন বিটের কারল-সুরিচালা মৌজার মাটিকাটা এলাকায় আফসার সিকদারের বাড়ির পশ্চিম পাশে জোত ও বন বিভাগের শাল-গজারি গাছ কেটে বন উজাড় করা হচ্ছে। গজারি গাছ কাটার ফলে প্রাকৃতিক বনের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। জানা যায়, মাটিকাটা রেল-লাইন এলাকার স-মিল মালিক সোহরাব হোসেন নামের এক ব্যবসায়ী রাতের আধাঁরে গজারি-গাছপালা কেটে বন উজাড় করছেন।
শাল-গজারি গাছ কাটার বিষয়ে স-মিল মালিক সোহরাব হোসেন বলেন, জোত সম্পত্তির জমি হতে গজারি গাছ কাটা হয়েছে এবং স্থানীয় বিট অফিসে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আর এতো গাছ কাটা হয়নি,তবে তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করেন।
এব্যাপারে চন্দ্রা বিট কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, ঘটনাটির কথা শুনে গাছ কাটা বন্ধ করা হয়েছে।তবে গাছ কাটা বিষয়ে বিট অফিস থেকে এখন পর্যন্ত কোন অনুমতি দেওয়া হয়নি।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরূল করিম জানান,গাছ কাটার বিষয়ে ঘটনাস্থলে স্থানীয় বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে রাস্তায় গজারি গাছগুলো বের করা হলেই আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।