জাহিদ হাসান জিহাদ।।
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মিয়া (সাজু) এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর সকালে নগরীর ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এই কর্মসুচী পালিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ইউসুফ হোসেন এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ২৯নং ওয়ার্ডে কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, জেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম মিলন, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফসার উদ্দিন, গাজীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাহিম সরকার, সাংবাদিক সাদেক আলী, রহিম মাস্টার, মনসুর, স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইফুল্লাহ শাওন, যুবলীগ নেতা আমজাদ হোসেন পলাশ, থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক নাজমূল হোসেন, পলাশ সরকার প্রমূখ।
প্রতিবাদ সভা বক্তারা বলেন, মহান স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মেয়র জাহাঙ্গীর ওর ঔদ্ধত্যপূর্ণ কটুক্তি মূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিক বৃন্দের প্রতিবাদ সভা চলাকালীন সময়ে মেয়র জাহাঙ্গীর লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী কতৃক ২৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান মিয়া সাজুর উপর হামলা করে জখম ও রক্তাক্ত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি।