“প্রথাগত শিক্ষা নয়,বরং ভবিষ্যতের বুনিয়াদ গড়তে শিক্ষা”। এই শ্লোগানকে সামনে রেখে সত্যিকার শিক্ষা প্রদানের লক্ষ্যে অবদান রেখে চলছে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ের নয়নপুর, রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি।
বিশিষ্ট লেখক গবেষক সাংবাদিক মরহুম প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী কর্তৃক প্রতিষ্ঠিত কয়েক যুগ ধরে পরিচালিত স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি এবারও গাজীপুর জেলায় শীর্ষ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান হিসাবে গতবছর তৃতীয় স্থান লাভ করেছে। এবারও রাজেন্দ্রপুর অঞ্চলে সেরা প্রতিষ্ঠান হিসেবে আছে।
এ বছর ২০২৩ সনের এসএসসি পরীক্ষায় ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান শাখায় ৮২% এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৪৬% A+ সহ মোট পরীক্ষার্থীর ৭০% A + গ্রেড অর্জন করেছে। শিক্ষার্থীদের এমন ঈর্ষণীয় সাফল্যে শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। সেই সাথে কৃতি শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এবার পরীক্ষার্থী ছিল মোট ১০০ জন। মোট A + : ৭০ একজন বাদে সকলেই উত্তীর্ণ হয়েছে।