1. admin@kholanewsbd24.com : admin :
গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু - খোলা নিউজ বিডি ২৪
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন

গাজীপুরের পূবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রশাসন
  • সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১৭২ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন নিমতলী ব্রিজের পূর্বপাশে রেললাইনে ঘুমিয়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে ওই ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ রেললাইনের উপর থেকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ওই ব্যক্তির লাশ আজ সকাল পৌনে ১০টার দিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তিনি চট্টগাম থেকে ঢাকাগামী চিটাগাং মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইনের উপর ঘুমিয়ে থাকা ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআই।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা