স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন
গাজীপুরের কাশিমপুরে ফার্মেসীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে আনুমানিক সোয়া ৩ টার সময় গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ৫নং ওয়ার্ড রেডিক্স গার্মেন্টস সংলগ্ন সুরাবারি রোড মা ফার্মেসীতে এ চুরি ঘটনাটি ঘটে। ভুক্তভোগি ফার্মেসীর মালিক জাকির হোসেন জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ৭টার সময় ফার্মেসীর দোকানের শার্টার খুলার সময় শার্টারের তালা না থাকায় তার সন্দেহ হয়। এসময় সে শার্টার খুলে দোকানের পূর্ব ও উত্তর পার্শের র্যাকের বেশ কিছু জায়গায় ওষুধ ফাঁকা এবং মেঝেতে ওষুধের বক্স গুলি এলোমেলো হয়ে পড়ে রয়েছে। পরে সিসি ক্যামেরা চালু করলে দেখা যায়