গাজীপুরের কাশিমপুরে গতকাল সন্ধ্যা ৬ টার দিকে মোছাঃ মিথিলা ফারজানা (২৩) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গাজীপুর মহানগরের ৪ নং ওয়ার্ডের সারদাগন্জ এলাকার সালমা ম্যানশনের তৃতীয় তলায় মৃত মিথিলা ফারজানা (২৩) ও স্বামী শরীফুল ইসলাম(৩০) দম্পতি ভাড়া থাকত।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে তার বসত রুমের ভিতর থেকে দরজা আটকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ সময় ও-ই নারীর মা বাহিরে ছিলেন এবং স্বামী পাশের রুমে টিভি দেখছিলেন। সন্ধ্যা ৬ টার দিকে ও-ই নারীর মা বাসায় ফিরে এলে রুমের দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে মা, স্বামীসহ আশপাশের লোকজন দরজা ভেঙে মিথিলাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।
পরে কাশিমপুর থানা পুলিশকে সংবাদ দিলে কাশিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ নিচে নামিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
পরে ময়না তদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মৃত মিথিলা ফারজানা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঘোড়ামারা গ্রামের মেজবাহ আহমেদ ও মনি বেগমের মেয়ে।