গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ অওতাধীন বোয়ালী বন বিটের বাঘবাড়ি মৌজায়, কোটবাড়ি নামক গ্রামের মৃত বাছেদের সরকারি শালবনের প্লট থেকে অর্ধশতাধিক গজারি গাছ চুরির সত্যতা মিলেছে। এবং এলাকাবাসী সূত্রে জানা যায় মাঝেমধ্যেই গভীর রাতে এই সরকারি শালবন থেকে গাছ চুরি হয়।
স্থানীয় বন বিভাগের স্টাফদের চোখে পড়লেও এর কোন ব্যবস্থাদি নিচ্ছে না। এই ঘটনায় বোয়ালী বন বিটের গোবিন্দপুর ক্যাম্পের বন প্রহরী মুক্তার আলীর সাথে কথা বললে বিষয়টি তিনি ভোরবেলা জানতে পেরেছে গাছের সন্ধান এখনো নিতে পারেনি তবে খোঁজ করার চেষ্টা চলছে বলে জানায়। উক্ত ঘটনার বিষয়ে বোয়ালী বিট কর্মকর্তা মাসুমের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি আমার জানা নেই তবে অতি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবো।
এ ব্যাপারে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলনের নিকট জানতে চাইলে তিনি বলেন গাছ চুরির বিষয়টি অতি শীঘ্রই তদন্ত সাপেক্ষে বনদস্যুদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।