”
স্টাফ রিপোর্টারঃ আনিসুর রহমান
গত ১৯/০৮/২০২১ ইং তারিখ সকাল অনুমান ০৯:৩০ ঘটিকা হইতে দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার মধ্যবর্তী সময় জনাব আসমা বেগম (৩৮) এর নেতৃত্বে সহযোগী আসামীদের সহায়তায় গাছা থানাধীন দক্ষিন খাইলকুর সাকিনস্থ বগারটেক এলাকায় ফাঁকা মাঠ হইতে ০১ টি বকনা বাছুরসহ গাভী চুরি করে। পরবর্তীতে গরুর মালিক মোঃ আলাউদ্দিন (৪৫) সিসি ফুটেজ এ ধারনকৃত অজ্ঞাতনামা মহিলাকে গাছা থানাধীন ইঞ্জিনিয়ার রোড আসামী আসমা বেগম এর বাড়ীর সামনে দেখতে পেয়ে ৯৯৯ এ ফোনের মাধ্যমে গাছা থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে আসিয়া আসামী মোসাঃ সিমু আক্তার শিমু (২৭), নুরুল ইসলাম নুরু (৩৬) ও মোঃ জনাব আলী (৩৮) কে গ্রেফতার করিয়া তাহাদের দেওয়া তথ্যমতে গরু উদ্ধার ও চোর চক্রকে গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া আসামী সাফায়েত হোসেন বাবু (২৫) এর বাড়ীর গোয়াল ঘর হইতে চোরাইকৃত গরু ও বাছুর উদ্ধার করা হয়। তাহাদের গাছা থানায় মামলা রুজু করা হয়। চোর চক্রের বাকী সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।