ক্ষুদে ফুটবলারদের মাঝে তানবীর হোসেন আশরাফীর ফুটবল প্রদা
শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
তারা স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্ষুদে ফুটবলারদের মাঝে তানবীর হোসেন আশরাফী ফুটবল প্রদান করেন। ফুটবলারদের বিভিন্ন দিকনির্দেশনা দেন ও অনুপ্রেরণার কথা শোনান। বাংলার চোখ’র চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী আরও বলেন আজকের শিশু আগামী প্রজন্মের যোগ্য নেতৃত্ব। আজকের ক্ষুদে খেলোয়াড়েরাই হবে উজ্জ্বল নক্ষত্র। তোমরা খেলাধুলায় মনোনিবেশ করে মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ আগামীতে আমাদের উপহার দিবে সে আশা ও প্রত্যাশা। উপস্থিত ছিলেন বাংলার চোখের কেন্দ্রীয় সদস্য মোঃ দুলাল মিয়া, বাংলার চোখের ২৪ নং ওয়ার্ড সদস্য আহনাফ তাহমিদ আবিদ।খেলোয়াড়দের মাঝে উপস্থিত ছিলেন সাঈদ, জুলকারনাইন লিখন, সহিদ, নোমান, সাদ, আদিব, রিদম, পৃথিবী, সিয়াম, হেদায়েত, মুগ্ধসহ অন্যান্যরা।তারা স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্ষুদে ফুটবলারদের মাঝে তানবীর হোসেন আশরাফীর ফুটবল পেয়ে ক্ষুদে খেলোয়াড়েরা অনেকটা আনন্দিত।#