নজমুল হক , গাজীপুর।
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন দক্ষিণ দেউলিয়াবাড়ী (৮ নং ওয়ার্ডে) এলাকায় গণ কবরস্থান, ঈদগাহ মাঠ, খেলার মাঠ,পার্ক এবং কমিউনিটি সেন্টার এর কাজের উদ্বোধন করা হয়ছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র
মোঃ জাহাঙ্গীর আলম। জানা যায় সাবেক মেম্বার মৃত ইব্রাহিম এর ছেলে জাহাঙ্গীর আলম দক্ষিণ দেউলিয়াবাড়ীতে গণ কবরস্থান এর জন্য ৩৫ শতাংশ জমি দান করেছেন। এই কবরস্থানে সকল মুসলমানের লাশ দাপন করা যাবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম।
এছাড়াও পাশেই প্রায় ১৫ বিঘা জমির উপর
খেলার মাঠ, ঈদগাহ,মাঠ,শিশুপার্ক,কমিউনিটি
সেন্টারের কাজেরও উদ্বোধন করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের ৮ নং কাউন্সিলর মোঃ সেলিম রহমান বলেন,নির্বাচনী ইশতেহার এর
সময় ওয়াদা করেছিলাম এই ওয়ার্ডে গণ কবরস্থান,খেলার মাঠ, ঈদগাহ মাঠ, শিশু পার্ক এবং কমিউনিটি সেন্টার করবো। আজকে ওয়ার্ডের সকলের সহযোগিতায় সে কাজটি করতে পেরেছি। এই জন্য তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন,গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের যৌথ উদ্যোগে দক্ষিণ দেউলিয়াবাড়ীতে ১৫ বিঘা জমির উপর খেলার মাঠ, ঈদগাহ মাঠ,শিশু পার্ক এবং কমিউনিটি সেন্টার গড়ে তোলা হবে। যা আজকে মৌখিক ভাবে শুরু করতে যাচ্ছি। তিনি আরো বলেন, ২০২৩ সালের মধ্যে যেন কাজটি শুরু করা যায় এবং ২০২৪ সালের মধ্যে যেন এলাকার মানুষ তা ব্যবহার করতে পারে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শেখ আক্কাস আলী,৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল আমিন তপন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ, ৩ ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহিন মোল্লা, নারী কাউন্সিলর শিল্পী আক্তারসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।