1. admin@kholanewsbd24.com : admin :
কোনাবাড়িতে দুই বেকারি শ্রমিক নিখোঁজ - খোলা নিউজ বিডি ২৪
শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন
শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন

কোনাবাড়িতে দুই বেকারি শ্রমিক নিখোঁজ

প্রশাসন
  • সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৫২ বার পঠিত

এম হাসান, গাজীপুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শাহানা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামক বেকারী থেকে গত ৩ রা জুলাই মোঃমাহমুদুল হাসান (২০) মোঃরাকিব হোসেন (১৮) দুই বেকারী শ্রমিক নিখোঁজ হয়। মোঃমাহমুদুল হাসান রংপুর জেলার মিঠাপুকুর থানার চাঁদপাড়া গ্রামের মোঃআলমগীর হোসেনের পুত্র। অপরজন মোঃরাকিব হোসেন নীলফামারী জেলার ডিমলা থানার সাতনাই কলোনী গ্রামের মোঃআলম মিয়ার পুত্র।
এবিষয়ে বেকারী মালিক মোঃতানভীর আলম (২৭) ৫ জুলাই কোনাবাড়ি থানান একটি সাধারণ ডাইরি নং ১৬৫ করেন।

সাধারণ ডাইরি সূত্রে ও বেকারী মালিক মোঃতানভীর আলমের দেয়া তথ্য মতে জানাযায়, বেকারীতে শ্রমিকদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিলো, লকডাউনে প্রয়োজন ছাড়া বাাহিরে যাওয়া সকলে নিষেধ করা হয়েছিলো। গত ৩রা জুলাই রাত আনুমানিক ১০ টার সময় বেকারীতে কাজ শেষ করে মোঃমাহমুদুল হাসান ও মোঃরাকিব হোসেন কাউকে কিছু না বলে বেকারী থেকে বের হয়ে যায়। বেকাররীতে কর্মরত অপর শ্রমিক মিলন তার ব্যবহিত মোবাই ফোন থেকে মাহমুদুল হাসানকে ফোন করলে সে জানায় আমবাগ ঈদগাহ মাঠে আছে।পরে তানভীর আলম সহ অনেকে অনেক খোজাখোজি করে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা