1. admin@kholanewsbd24.com : admin :
‘কে আপন কে পর’-এর জবাকে বিয়ে করলেন ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেল? - খোলা নিউজ বিডি ২৪
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৫৩ পূর্বাহ্ন

‘কে আপন কে পর’-এর জবাকে বিয়ে করলেন ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেল?

প্রশাসন
  • সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৪৩ বার পঠিত

কাউকে না জানিয়ে ‘জবা বৌদি’ বিয়েটা করেই ফেলল, এমনই কথা বার্তা চলছে নেটমাধ্যমে। জানা গেছে, ‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবার সাথে বিয়ে করে ফেললেন ‘সা রে গা মা পা’ খ্যাত নোবেলম্যান। সম্প্রতি তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। কবে আর কীভাবে ঘটল এই ঘটনা? সত্যি কি তারা এখন বিবাহিত? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

বর্তমানে আধুনিক প্রযুক্তি দ্বারা খ্যাতনামীদের ছবি কাটাছেঁড়া করা যদিও নতুন ঘটনা নয়। তেমনই একটি ঘটনা ঘটল এই ক্ষেত্রেও। সংগীতশিল্পী নোবেলের এক বছর পুরনো একটি ছবি টেনে এনে এক জন নেটাগরিক এক অকল্পনীয় ঘটনা ঘটিয়ে বসলেন।

গত বছর ৩ ফেব্রুয়ারি নোবেলম্যান তার বোনের সাথে একটি ছবি ইনস্টাগ্রামে দেন। ছবিতে দেখা যায় নোবেল ও তার বোন দু’জনে একটিই ফুলের মালা গলায় দিয়ে আছেন। প্রযুক্তি ব্যবহার করে সেই ছবিতে নোবেলের বোনের মুখে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের অভিনেত্রী পল্লবীর মুখ বসিয়ে দিলেন সেই নেটাগরিক। তার পর সেই ছবি নেটমাধ্যমে দিয়ে লিখলেন, ‘কাউকে না জানিয়ে জবা বৌদি বিয়েটা করেই ফেলল’।

মন্তব্য বিভাগে এক জন নেটাগরিক উপহাস করে লেখেন, ‘আহারে শেষ পর্যন্ত মানসিক রুগী সামলানোর দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় জবা বৌদি’। আবার কেউ লেখেন, ‘বিগত ১০ বছর ধরে স্টার জলসায় যা যা কীর্তি দেখিয়েছেন, আরো আগেই ওনার নোবেল পাওয়া উচিত ছিল’। কেউ কেউ তাদের বিয়ে নিয়ে সত্যিই উৎসাহী, কেউ আবার হেসে উড়িয়ে দিয়েছেন।

যে ছবি থেকে বোনের মুখ কেটে অন্য ছবি তৈরি হলো, সেই ছবি নিয়ে আগেই নেটমাধ্যমে কটূক্তির শিকার হয়েছিলেন নোবেল। মেয়েটিকে নিজের বোন হিসেবে পরিচয় দেয়ার পরেও তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। পাশাপাশি জবা চরিত্রটিতে অভিনয়ের জন্য ‘পল্লবী শর্মা’-কে আগেও বহু বার কটাক্ষ করা হয়েছে নেটপাড়ায়। কখনো ধারাবাহিকে কাঁচি দিয়ে বোমের তার কাটার জন্য আবার কখনো আগুনের ওপর দিয়ে হেঁটে আগুন নেভানোর জন্য। এ বারে দু’জনে এক ছবিতে বন্দি হয়ে কটাক্ষের শিকার হলেন।

সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা