স্টাফ রিপোর্টারঃ
উদ্যোক্তা তৈরীর কাজ চলছে
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, কৃষি ও কৃষক বাচাতে হবে। জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচী কৃষকের অর্থনীতির ভিত মজবুত করায় দারুন ভুমিকা রাখতে পারে। এ লক্ষ্যে চলছে উদ্যোক্তা তৈরীর কাজ।
আজ বৃহস্পতিবার বিকালে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাকের পার্টি কৃষক ফ্রন্ট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিঁনি এ সব কথা বলেন।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, বিচ্ছিন্নভাবে চেষ্টা করে বৃহত্তর স্বার্থ অর্জিত হয় না। অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হয় না। তাই দেশব্যাপী কৃষক ফ্রন্টের সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচী সফল করতে হবে।
Dr. Saim Amir Faisal in Exchange of Views with Krishak Front Leaders:
“We are in the process of creating entrepreneurs.”
Zaker Party’s Senior Vice-Chairman Dr. Saim Amir Faisal has said, “We need to salvage our agriculture and our farmers. Zaker Party’s Economic Program may play a splendid role in strengthening the base of our agricultural economy. With this goal in mind, we are in the process of creating new entrepreneurs.”
He said all this, this afternoon (Thursday, November 4, 2021), while exchanging views with the leaders of Zaker Party Krishak Front, at the central office in Banani, Dhaka.
Zaker Party’s Senior Vice-Chairman said, “Disconnected efforts are not effective in achieving large-scale gains; such discrete efforts cannot ensure our economic freedom. For this, Krishak Front’s leaders and workers, from all ranks and stature, all across the country, need to make Zaker Party’s Economic Program successful through their united effort.”