কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম ধরলা ব্রীজ পূর্ব দিকে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্ক মাঠে রংপুর ৭২ পতাতিক বিগ্রেডের অন্তর্গত ৩০ বীর ব্যাটালিয়ন এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
এ সময় শতাধিক দু:স্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন রংপুর ৩০ বীর ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবুল হাসানাত পিএসসি।
বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার মিজান-উর-রশীদ ভূঁইয়া, ক্যাম্প উপ-অধিনায়ক লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রফিকুল হাসান প্রমুখ।ধরলা ব্রীজ সংলগ্ন নিচু এলাকায় বসবাসরত অভাবী দু:স্থরা সেনাবাহিনীর মাধ্যমে খাদ্য সামগ্রি পেয়ে দারুণ খুশি।
দুঃস্থদের ত্রাণ বিতরণের সময় মেজর আবুল হাসানাত পিএসসি বলেন,লকডাউনে কর্মহীন ও দু:স্থ অসহায় মানুষের সহযোগিতা অব্যহত থাকবে।
করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে আরও সচেতন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।