স্টাফ রিপোর্টারঃ মোঃ সাহাজুদ্দিন সরকার সুমন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী করোনা টিকাদান কর্মসুচী চলতেছে ৷তিনি বলেছিলেন ৭/৮/২০২১ ইং থেকে সারা দেশব্যাপী করোনা টিকাদান কর্মসুচী চালু হবে ৷সেই ঘোষনার প্রতিফলন হিসাবে কাশিমপুর স্কুল টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসুচী চলতেছে ৷ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলা এর উদ্যোগে সেচ্ছা সেবক হিসাবে দ্বায়িত্ব পালন করতেছে ওয়ার্ড সচিব এবং আরো স্বাথানীয় যুবকগন ৷আজ সকাল দশটা থেকে গনহারে টিকাদান কর্মসুচী চলতেছে ৷প্রথমে বয়স্কদের দিকা দিয়েছেন এবং এখন সবাই কে টিকা দিচ্ছেন ৷তিনজন নার্স কাজ করতেছেন ৷যানা গেল আজ ছয়শত টিকা দেওয়া হবে এবং আরো তিন দিন এই কার্যক্রম চলবে ৷